ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে করে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার শহর আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম,বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উত্তরকুল এলাকার মনির বেপারীর ছেলে মো. হাফিজুল বেপারী ও ঢাকা জেলার ডেমরা এলাকার ইব্রাহীম মুন্সির ছেলে শাকিল হোসাইন। এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার এলাকায় দক্ষিণ পাশে রাস্তার উপর পৃথক অভিযান চালিয়ে ৩ জন কে আটক করা হয়। তাদের তল্লাসী করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।