ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্বশুরবাড়ি থেকে রুবেল (২৭) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপং মধ্যপাড়া গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল উপজেলার সাতমোড়া ইউনিয়নের চেলিখলা গ্রামের জারু মিয়ার ছেলে। সে ওমান দেশের প্রবাসী ছিলেন। এই ঘটনার পর তার স্ত্রী সুমাইয়াসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে । রুবেলের পরিবারের সদস্যরা জানান, লাপাং গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়াকে বিয়ে করেছিলেন ওমান প্রবাসী রুবেল। প্রবাস থেকে ফিরে বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান তিনি। শুক্রবার দুপুরে প্রতিবেশীরা দেখেন ঘরে রুবেল দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছেন । পরে পুলিশকে খবর দিলে ঘরের তালা ভেঙে রুবেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ সময় রুবেলের স্ত্রীসহ শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত করে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।