ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি, চ্যানেল টোয়েন্টিফোর এর সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা প্রয়াত রিয়াজ উদ্দিন জামির রুহের মাগফেরাত কামনা করেন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে শহরের টি.এ রোডস্থ সংগঠনের কার্যালয়ে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, খ,আ,ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আল আমিন শাহীন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম, সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আ,ফ,ম কাউসার এমরান, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, আইসিটি সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ. এম সিরাজ, যুগ্ম সম্পাদক জহির রায়হান, আইসিটি সম্পাদক জালাল উদ্দিন রুমি, কার্য নির্বাহী কমিটির সদস্য ইসহাক সুমন, সাংবাদিক বিশ^জিৎ পাল বাবু, আজিজুর রহমান পায়েল, হাবিবুর রহমান পারভেজ, মোঃ শাহদাৎ হোসেন, আশেক মান্নান হিমেল, মনিরুজ্জামান পলাশ, মনির হোসেন টিপু, মোঃ রুমেল, আজিজুল আলম সঞ্চয়, প্রকাশ দাস, মাজহারুল করিম অভি, মোঃ বাপ্পি, মোঃ সাইফুল, মোঃ ইয়াকুব, মোঃ রাসেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে মরহুম রিয়াজ উদ্দিন জামির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর।