ব্রাহ্মণবাড়িয়ায় ১৬৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ,৭০ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিয়ার ক্যান, ৮৩৬ বোতল ইমামী সভেন ওয়েল, ১টি নাম্বর বিহীন মোটরসাইকেল , ১৬৩৮ টি ভারতীয় কিটক্যাট চকলেট, ১৩৯৩টি ঝান্ডুবাম এবং ৩৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ শাড়ী উদ্ধার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নর (সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিজয়নগর উপজেলার রাজাপুর, কামালমাড়া ও কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমান মাদকদ্রব্য বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার করা হয় মঙ্গলবার বিকেলে বিজিবির ২৫ ব্যাটালিয়নর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মাদকগুলো ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে । এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক,লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ,(পিএসসি) জানান, তাদের এই অভিযান অব্যাহত থাকবে।