ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান হানিফ মুন্সি।
এতে উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০ জন খামারী তাদের পালিত গরু, ছাগল ও অন্যান্য প্রাণী প্রদর্শনী করেন। পরে অতিথিবৃন্দ প্রদর্শনীতে বিজয়ী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।