ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপির সহ-আন্তজার্তিক সম্পাদক ব্যরিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া এবং বেগম খালেদার মুক্তি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না। ইভিএমের মাধ্যমে নির্বাচন হলে আগামী নির্বাচন বিএনপিসহ কোন বিরোদী দল নির্বাচনে অংশ নিবেন না। আগামী নির্বাচন হতে হবে ব্যালেটের মাধ্যমে। তিনি আরো বলেন, বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখন জনগনকে বিদ্যুৎ দিতে পারে না। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন হলে ৩শ আসনের মধ্যে ২৫০ আসন পাবে বিএনপি এবং সরকার গঠন করবে বিএনপি।
সোমবার দুপুরে বিদ্যুতের লোড শেডিং ও জলানী তৈলের দাম বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। শহরের বিওসি ঘাট সড়কে আয়োজিত সমাবেশে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান।