ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিরাজ মিয়া (৬৮) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার তিনলাখপীর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতরা হলো, নিহত সিরাজ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৫৫), বাবুল মিয়া (৫২), জালাল মিয়া (৩২) ও তার স্ত্রী নূপুর (২২) এবং তাদের সন্তান জিলানী (৬)। এদের মধ্যে মর্জিনা বেগমকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, সকালে কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।