ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলায় টিসিবি পণ্য বিক্রি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভর্তুকি মূল্যে ব্রাহ্মণবাড়িয়ায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে একযোগে জেলার নয়টি উপজেলায় পণ্য বিক্রি শুরু হয়। সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেনের উপস্থিতিতে এসব পণ্য বিক্রি করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন জানান, এবার জেলার ৮৪ হাজার ৩৪৭টা পরিবার ১১০ টাকা কেজি দরে ২ কেজি তেল, ৬৫ টাকা করে ২ কেজি ডাল এবং ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি কিনতে পারবেন। আগামী ২৮ তারিখ পর্যন্ত টিসিবি পণ্য বিক্রি চলবে ইউনিয়নগুলোতে। এরপর জেলা শহরে বিক্রি হবে।

আরো দেখুনঃ