‘তথ্য অধিকারের যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক‘ প্রতিপাদ্য নিয়ে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে পিফরডি প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম ও টিআইবির সচেতন নাগরিক কমিটির সহায়তায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু মিয়া প্রমুখ। সভায় সঠিক সময়ে সঠিক তথ্য প্রদানে সরকারী কর্মকর্তাসহ সকলের প্রতি আহবান জানানো হয়। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক শিক্ষক ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্নস্তরের ১০০ জন অংশগ্রহণ করেন।