ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি পালনে আজ সোমবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, জেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন। এ সময় বক্তারা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের তাৎপর্য তুলে ধরেন।