ব্রাহ্মণবাড়িয়ায় জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের পৈরতলাস্থ একটি কমিউনিটি সেন্টার চত্বরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলণের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী উষাতন তালুকদার। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত।
সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার নাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগটনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী, শ্যামল কুমার পালিত, এডভোকেট মিন্টু ভৌমিক, ডাক্তার ডিউক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব প্রদ্যুৎ রঞ্জন নাগ। সভায় বক্তারা, সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জোড়ালো আহ্বান জানান।