ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় বরযাত্রী বাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার সকালে সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা রেল ক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে সকলেই শংঙ্কামুক্ত বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, দিগন্ত পরিবহনের একটি লোকাল যাত্রীবাহী বাস বিয়ের বরযাত্রী নিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা রেলক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সাকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সকালে দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহতদের কারো অবস্থা গুরুতর নয় বলে নিশ্চিত করেন তিনি।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com