ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম বারের মত বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রাশাসক ও সিভিল সার্জন আনুষ্ঠনিক ভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন।
পরে জেলার প্রথম ব্যক্তি হিসেবে জেলা প্রশাসক হায়াত উদ দৌল খানের ডোজ গ্রহনের মধ্যদিয়ে এই কার্যক্রমের শুরু হয়।
এসময় সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক এনামুল হক, ডাঃ মোঃ হিমেল উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রথম অবস্থায় জেলার ৫০ জনকে এ ডোজ প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকলকে এর আওতায় আনা হবে।