ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ নিতে গিয়ে লোকমান মিয়া (৩০) নামে এক ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে। সে রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর গ্রামের জাহের মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, সকালে লোকমান পার্শ্ববর্তী ভোলাচং গ্রামে সেলিম মিয়ার বাড়ির বৈদ্যুতিক সংযোগ স্থাপনে বিদ্যুতের খুঁটিতে উঠে। এ সময় সে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালণ লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, ঘটনার তদন্তে সরজমিন পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।