আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন’ ও ‘বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা যৌথ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি জহিরুল হক ভূইয়া’র সভাপতিত্বে এসময় ‘বিএমটিএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জুনায়েদ বাপ্পীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ ওয়াহিদুজ্জামান, ডাঃ সওকত হোসেন, বিএমএ’র জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এসময় বক্তারা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। উল্লেখ্য গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) হবিগঞ্জ সদর হাসপতাল থেকে আহত অবস্থায় সিলেটে নেওয়ার পথে সাইফুল ইসলাম মারা যান।
আয়েশা আক্তার/অননিউজ24