ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাঃ নূরুল ইসলাম ভূইয়া (রুস্তম ডাক্তার) ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ হাজার গরীব, অসহায় ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে কসবার মুলগ্রাম ভূইয়া বাড়িতে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন জহিরুল হক ভূইয়া সাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ ভূইয়া, সাবেক মেম্বার বাদল, বর্তমান মেম্বার সানাউল্লাহ ভূইয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করি। আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। এভাবে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবে।
এই ফাউন্ডেশনের মূল উদেশ্যই হল অসহায় মানুষের পাশে থাকা। অতিথিবৃন্দ গ্রামের ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।