ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪৩ কেজি গাঁজাসহ মোঃ শামসুল হুদা-(৩২) এবং মোঃ ইমন মিয়া-(২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব -১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সোমবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড রশিদ মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, ময়মনসিংহ জেলার মুরাদপুর গ্রামের আবুল হামিদের ছেলে শামসুল হুদা এবং একই জেলার ফতেহপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ইমন মিয়া। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিশ্বরোড রশিদ মার্কেটের সামনে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পরে পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে সাড়ে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।