ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. আশরাফুল (২৪) নামের এক হাজতি মারা গেছেন। শনিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
মারা যাওয়া হাজতি জেলার নাসিরনগর উপজেলার ভলাকুটের মৃত আলী আহমেদের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে আশরাফুলের বুকে ব্যাথা উঠে। পরে সে দিবাগত রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করে। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কয়েদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
তিনি বলেন, আশরাফুল গত ২৯ মে থেকে একটি মারামারির মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু বলেন, হাজতি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। হাসপাতালে আনার পর ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24