ক্বাড়ী গ্রুপ এর প্রীতি নাইট ক্রিকেট ম্যাচ এর একযুগ পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার কালিসীমা উত্তরপাড়া ক্বাড়ীবাড়ী মাঠে প্রীতি নাইট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি নাইট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শালগাও কালিসীমা ঐক্য পরিষদের সভাপতি মোঃ বাবুল মিয়া। শালগাও কালিসীমা ঐক্য পরিষদের সহ-সভাপতি রেহান উদ্দিন রেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শালগাও কালিসীমা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ৯নং নাটাই দক্ষিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, কালিসীমা ৮নং ওয়ার্ড এর সাবেক মেম্বার মাজু মিয়া, শালগাও কালিসীমা ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শালগাও কালিসীমা ঐক্য পরিষদের সহ-সভাপতি তাজু মিয়া সরদার, কালিসীমা ৯নং ওয়ার্ড এর বর্তমান মেম্বার মামুনুর রশিদ রতন।
প্রীতি নাইট ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেছেন মরহুম সদ্ধর আলির বংশধর বনাম নজব আলি বংশধর। নজব আলি বংশধর ১২৫ রান করে সদ্ধর আলি বংশধরকে ১২৪ রানে পরাজিত করেন। পরে বিজয় দলকে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ।