ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া ব্রিজের পাশ থেকে এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি পশ্চিম বালিচান্দা গ্রামের মো. মোস্তফার ছেলে বাদশা মিয়া (২৮)। স্থানীয়রা জানান, সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান জানান, বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত যুবক অটোচালক বলে নিশ্চিত হওয়া গেছে। কিভাবে ও কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো সে বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
ফরহাদ/অননিউজ