তারকাদের কাছে থেকে দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। অনেকে আবার সেই মুহূর্ত ধরে রাখার চেষ্টা করেন। মুঠোফোনে তুলে রাখেন সেলফি। তারকারাও এতে অভ্যস্ত হয়ে গেছেন। বরং একে মধুর যন্ত্রণা হিসেবেই নেন। এবার তাতেই বিরক্ত হলেন বলিউড তারকা নানা পাটেকর। এক অনুরাগী সেলফি তুলতে গেলে কষে দিলেন এক চড়।
এরইমধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা গেছে, পরনে কোট ও হ্যাট মাথায় শাল নিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নানা পাটেকর। তার ফোকাস পুরোপুরি শুটিংয়ে। শুটিং চলাকালীন আচমকাই এক ভক্ত হুড়মুড়িয়ে আসে।
সেলফি তুলতে আসা ওই ভক্তের মাথায় সজোরে চড় মেরে সরিয়ে দেন নানা পাটেকর। শুধু তাই নয়, এমন কাণ্ডজ্ঞানহীন আচরণে যে তিনি বেজায় বিরক্ত, অভিনেতার চোখেমুখের অভিব্যক্তি দেখেই তা বেশ বোঝা গেল।
প্রসঙ্গত, ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমার পর এবার নতুন ছবির কাজে ব্যস্ত নানা। এই মুহূর্তে অভিনেতা রয়েছেন বারাণসীতে। নতুন কাজ চলছে পুরোদমে। সেখানেই ঘটেছে ঘটনাটি।
এফআর/অননিউজ