পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে অসহায় দরিদ্র জনসাধারনের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে ভজনপুর বিজিবি কোম্পানি সদর। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বী-মুখী উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দুই শত অসহায় শীতার্থদের শীত বস্ত্র হিসেবে কম্বল তুলে দেয় বিজিবি।
পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক এর পক্ষ থেকে ভজনপুর কম্পানি সদরের ব্যাবস্থাপনায় শীত বস্ত্র তুলেদেন ভজনপুর বিজিবি কম্পানি সদরের কম্পানি কমান্ডার সুভেদার জনাব মোঃ আবুল খায়ের।
ভজনপুর, ময়নাগুড়ী ও পেদিয়াগছ সীমান্ত এলাকার সব থেকে অসহায় দরিদ্র প্রতিবন্ধি মানুষদের মাঝে এসব কম্বল বিতরন করা হয়।
বিজিবির শীত বস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেপনগড় ইউনিয়নের চেয়ারম্যান সলেমান আলী, ভজনপুর দ্বীমুখি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জমিবর রহমার, ভজনপুর ইউপি সদস্য তবিবর রহমান, মকবুল হোসেন বাঙ্গালি, স্থানিয় সমাজ সেবক হামিদুল হাসান লাবু, পেদিয়া গছ বিজিবি কেম্পের সুভেদার গলাম ফারুক, ময়নাগুড়ী বিজিবি কেম্পের নায়েভ সুভেদার আব্দুল মালেক প্রমুখ।