ময়মনসিংহ প্রতিনিধি।।
সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের ৭৯৫ জনকে জমিসহ আধাপাকা গৃহ প্রদান করা হবে। এর ফলে ময়মনসিংহ জেলা ভ‚মিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে।
আগামী ৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব ঘর উদ্বোধন করে জেলার ১৩টি উপজেলায় একযোগে উপকাভোগীদের কাছে ২ শতাংশ জমির দলিল, নামজারি এবং সনদ হস্তান্তর করবেন। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা বেগম, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com