সোনাগাজী (ফেনী)প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে ভয়াবহ লোডশেডিং ও প্রচন্ড গরমে একটি পোল্ট্রি খামারে ৮০০ ব্রয়লার মুরগী মারা গেছে। এতে প্রায় দুই লাক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক নজরুল ইসলাম পলাশ। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানায়, নজরুল ইসলাম পলাশ গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগী পালন করে আসছে। বুধবার প্রচন্ড গরমের মধ্য ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। প্রতিটি মুরগী দেড় কেজি ওজনের। দুপুর দুইটা থেকে মুরগীগুলো চোখের সামনে একে একে মারা যায়। খামার মালিক নজরুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্ধিত মূল্যে পোল্ট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগীগুলো খামারে লালন-পালন করেছে। কিন্তু প্রচন্ড গরমে ভয়াবহ লোডশেডিংয়ে তার ৮০০ মুরগী মারা গেল। এতে তার অপূরণীয় ক্ষতি হয়েছে। সামনের দিকে খামারটি পরিচালনা নিয়ে চোখে ঘোর অন্ধকার দেখছেন।
এসকেডি/অননিউজ