বর্ষার শুরুতেই নদীতে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ, এই আশায় নদীতে নেমেছিলেন চাঁদপুরের জেলেরা। তবে গেলো কদিনে মিলেছে শুধুই হতাশা।
জেলার প্রায় ৫১ হাজার ১৮৯ জন জেলে ইলিশ শিকার করে জীবিকা নির্বাহ করেন। যাদের অনেকেই অভিযোগ করছেন, এখন সারাদিন জাল ফেলে ধরা পড়ছে পাঁচ থেকে সাতটি ইলিশ। যা বিক্রি করে খরচটুকুও মেটানো যাচ্ছে না। যেকারণে অন্যান্য বছরের তুলনায় কর্মব্যবস্ততাও নেই আড়ত গুলোতে।
ব্যবসায়ীরা বলছেন, এরইমধ্যে অনেক টাকা বিনিয়োগ করে এখন ক্ষতির মুখে পড়েছেন তারা। এদিকে আড়তে ইলিশ কিনতে এসে, দাম বেশি বলে অভিযোগ করছেন বেশিরভাগ ক্রেতা।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মোঃ আনিসুর রহমান জানান, জোয়ার-ভাটার প্রভাবে এবং বৃষ্টি কিছুটা কম হওয়ায় ইলিশের আনাগোনা কম। তবে যেভাবে সব ধরণের ব্যবস্থাপনা করা রয়েছে তাতে কয়েকদিনের মধ্যেই উৎপাদন পৌঁনে ছয় লক্ষ মেট্রিকটনে দাঁড়াবে।
সাইফ/অননিউজ টুয়েন্টিফোর
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com