ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিমুলবাজার থেকে করম আলী (৫২) নামে এক মাদক কারবারীকে ইয়াবা সহ আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে ১৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য পাতরাইল গ্রামের মৃত ছত্তর খালাসীর ছেলে ।
ভাঙ্গা থানার এস.আই জুয়েল জানান , গতকাল শুক্রবার রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: হেলাল উদ্দিন ভূইয়া মহোদয়ের নির্দেশনায় ও ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম স্যারের সার্বিক তত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে করম আলীর বাড়িতে অভিযান চালাই। অভিযানের একপর্যায়ে করম আলীর দেহ তল্লাশি করে তার হাতের মুঠোর ভিতর একটা প্যাকেটে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করি ও তাকে আটক করি।
এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সালের ৩৬ এর (১) সারনির ১০(ক) এর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।