ভাঙ্গায় প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা
মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর)
ভাঙ্গা উপজেলার পৌর শহরে যানজট নিরসনে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
রবিবার (১৫ জানু) সকালে ভাঙ্গা-বরিশাল মহাসড়কে দক্ষিণপাড় বাসস্টান্ডে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান ।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান বলেন , অনুমোদনহীন, রেজিষ্ট্রেশনবিহীন, লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গাড়ীচালনা প্রতিরোধে এবং আইন লঙ্ঘনের অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালক, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, হেলমেট ইত্যাদি অপরাধের মামলায় জরিমানা আদায় করা হয়।
গাড়ী চালনার সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রযোজ্য আইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়।