ফরিদপুরের ভাঙ্গায় বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশরাফ হোসেন,কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আমজাদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক মোঃ আশরাফ শেখ, সাংবাদিকবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির ঐতিহ্য তুলে ধরে শোভাযাত্রা, লাঠি খেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়।
পরে পৃথকভাবে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এক শোভাযাত্রা বের করা হয়।
এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল,উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন,পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান পান্না সহ দলের অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।