ফরিদপুরের ভাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিন বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বি,এম,কুদরত -এ -খুদার সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পিএএ। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার মুজিবুল হক,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন আল রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস,মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব,ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, উপজেলার অফিসার বৃন্দ,নানা শ্রেণীপেশার নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।