ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৯ নং ঘারুয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মে) দুপুরে ঘারুয়া ইউনিয়ন পরিষদ চত্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ সফিকুল ইসলাম। এতে ২০২২-২৩ অর্থবছরের জন্য ১ কোটি ২৫ লক্ষ ৬৪ হাজার ৯,শ ৯৮ টাকা বাজেট ঘোষনা করা হয়। এর আগে বাজেট উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউপি চেয়ারম্যান মুনসুর আহম্মেদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। ইউপি সচিব সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় দবির উদ্দিন,মনা মুন্সী, জাকির হোসেন,ইউপি সদস্য শহিদ মুন্সী,ফাহিমা বেগম,মমতাজ বেগম,মোশারেফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, কিন্তু এবার উন্মুক্ত সবার অংশগ্রহণে এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।