ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে ইউপি নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের হামলায় প্রতিদ্বন্দি প্রার্থীর কয়েক সমর্থকের বাড়ি-ঘর ভাংচুরের শিকার হয়েছে।গতকাল এ হামলায় আসবাবপত্র,ঘরের বেড়া,বিল্ডিংয়ের কাচের গ্লাস ভেঙ্গে তছনছ করে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলার শিকার পবিারগুলোর সদস্য প্রবাসী সামসু মাতুব্বর অভিযোগ করে বলেন, একই গ্রামের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিউদ্দিন মোল্লার প্রায় ৪০/৫০ জন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী ফরিদ খানের সমর্থকদের বাড়িঘর ভাংচুরের শিকার হয়। হামলায় ওই গ্রামের প্রফেসর তৈয়ব আলী ও প্রবাসী সামসু মাতুব্বরের বাড়িঘর ব্যাপক ভাংচুর ও হামলা চালিয়ে ব্যাপক ত্রাসের সৃষ্টি করে।
এ সময় সামসু মাতুব্বরসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।