রবিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া নামক এলাকা থেকে র্যাবের বিশেষ অভিযানে ফরিদ কাজি (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ফরিদ কাজি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বালিয়া গ্রামের মৃত নিজাম উদ্দিন কাজির ছেলে।
র্যাব-৮ সিপিসি-৩ মাদারিপুর ক্যাম্পের ডিএডি/ পুলিশ পরিদর্শক মো:মনিরুল ইসলাম জানান, আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতেপারি যে, ভাঙ্গা উপজেলার বালিয়া গ্রামে র্দীঘদিন যাবত গ্রেফতারকৃত আসামি ফেন্সিডিল বেচাকেনার সাথে জড়িত। খবর পেয়ে সেখানে অভিযান চালাই । আমাদের আসার খবর পেয়ে আসামি পলানর চেস্টা করলে আমার সাথে থাকা সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। পরে ফরিদের দেওয়া তথ্য মতে তার ঘরে থাকা ওয়ারড্রবের নিচের ড্রয়ারে থাকা পলিব্যাগে ৬ পিচ ফেন্সিডিল ও মাদক বিক্রির ৪০০০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদক মামলা হয়েছে ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।