ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার মানিকদা ইউনিয়নের কান্দার বাড়ি এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকদা গ্রামের মো: সেকেন মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর(৩০),পীরু মীরের ছেলে মো. বাবলা মীর (৩০), মৃত হাশেম জমাদ্দারের ছেলে মো.জাফর জমাদ্দার (৫২), মৃত ইয়াসিন জমাদ্দারের ছেলে সরোয়ার জমাদ্দার (৪৫), টুকু মাতুব্বরের ছেলে মিন্টু মাতুব্বর (২৯),সামাদ বেপারি ছেলে মিরাজ বেপারি(৩০),ঠাকুরডাঙ্গী গ্রামের মৃত আজহার বেপারির ছেলে শাহজাহান বেপারি(৪৫),বালিয়াডাঙ্গী গ্রামের সকেল উদ্দিন মুন্সির ছেলে রত্তন মুন্সি(৫০)।
ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা বলেন, মধ্যরাতে কান্দারবাড়ী এলাকায় জুয়ার আসর বসার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে আট জুয়াড়িকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনের ১৮৬৭ সালের ৩/৪ধারায় মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।