ময়মনসিংহ সদর উপজেলায় ভাতিজির দায়ের কোপে নুরুন্নাহার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজি মারুফা আক্তার (২০) ও তার স্বামী মো. মানিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে কোতোয়ালি মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির। এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত নুরুন্নাহার ওই এলাকার আ. কাদির ব্যাপারীর স্ত্রী।
শাহীনুল ইসলাম ফকির জানান, নিহতের বড় ভাই মাহতাব বিগত কয়েক বছর আগে মারা যাবার পর তার স্ত্রী ময়মুনা (৪৫) মেয়ে মারুফাকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছিল। কিন্তু সম্প্রতি ময়মুনা অন্যত্র বিয়ে করায় তার ননদ ও দেবররা তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে ময়মুনার মেয়ে মারুফা তার ফুফু নুরুন্নাহারকে দা দিয়ে বুকে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নুরুন্নাহার।
এ ঘটনায় আসামিরা পালিয়ে যেতে চাইলে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক আশপাশ এলাকায় সাড়াঁশি অভিযান চালায়। মাত্র চার ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের মূলহোতা মারুফা ও তার স্বামী মানিককে তারাকান্দা উপজেলার বিসকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই লুৎফর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এ সময় কোতয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ওসি (তদন্ত) ফারুক হোসেন, ওসি (অপারেশন) ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com