সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রাম থেকে ভারতীয় মদসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার চাঁনপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে জামালগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের ছেলে মো. বদিউজ্জামান (৩০) ও তার স্ত্রী মনমিলা আক্তার (২৩)।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা এলাকা থেকে ভারতীয় মদ এনে এলাকায় বিক্রি করত। বিশেষ অভিযান চালিয়ে মদসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ফরহাদ/অননিউজ