ভারতের কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে কংগ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত ২২৪ আসনের মধ্যে ১৩০টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস ও তার জোট। ক্ষমতাসীন বিজেপি এগিয়ে ৬৭ আসনে। এছাড়া ধর্মনিরপেক্ষ জনতা দল জেডিএস এগিয়ে রয়েছে ২২ আসনে। সকাল ৮ টায় ভোট গণনা শুরু হলে প্রথম ২ ঘণ্টার মধ্যে ১১৯টি আসনে এগিয়ে যায় কংগ্রেস। সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ১১৩টি আসন।
এরই মধ্যে হার স্বীকার করে নিয়েছেন বিজেপির নেতা মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এদিকে জয়ের খবরে উল্লাসে মাতে কংগ্রেসের কর্মীরা।
ফরহাদ/অননিউজ