বিশ্বকাপ ক্রিকেটে সেমির আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। এই অবস্থায় ম্যাচে ফলাফল নিয়ে চিন্তা-ভাবনা না করে নিজেদের স্বাভাবিক খেলার দিকেই নজর দেয়ার কথা বললেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। এই ম্যাচে পূর্ণ সুস্থ্য সাকিব আল হাসানকেই আশা করছেন তিনি।
আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। মাত্র ১৫৬ রানে অলআউট করে ৯২ বল ও ৬ উইকেট অক্ষত রেখেই জয়ের বন্দরে পৌঁছে লাল-সবুজ জার্সিধারীরা।
কিন্তু এরপরই ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে টাইগাররা। নিজেদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয় ছাড়া পথ খোলা নেই বলে মনে করেন রকিবুল হাসান।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, “আমাদের খেলোয়াড়রা যেন বুক চেতিয়ে খেলে, লড়াই করে প্রত্যেকটা টিমের সঙ্গে তাদের বেস্ট খেলা যেন উপহার দেয় মাঠে। তারপরে যা হয় হবে। তাই যদি হয়, ক্রিকেট যেহেতু ফানি গেম, এটা অনিশ্চয়তার খেলা। আপনার দিনে আপনি কিন্তু বড় কোনো টিমকেও হারিয়ে দিতে পারেন। যদি ধারাবাহিকভাবে আপনি আপনার বেস্ট খেলাটা খেলতে পারেন।”
বিশ্বকাপের মত বড় মঞ্চে এত বেশি পরীক্ষা-নিরীক্ষা করারও প্রয়োজনীয়তাও মনে করেন না রকিবুল হাসান।
সাবেক এই অধিনায়ক বলেন, “আশা করবো, টিম ম্যানেজমেন্ট যেনো একটা স্থিতিশীল ব্যাটিং অর্ডার ঠিক রাখে। এতো বেশি কাটিং এ্যান্ড চপিং বা চেঞ্জেস আমি মনে করি খুব একটা প্রয়োজন নেই।
১৯ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে টাইগারদের একাদশে থাকতে পারে একাধিক পরিবর্তন।
রকিবুল হাসান বলেন, “প্রত্যেকটা ম্যাচে এতো কিছু চিন্তা মাথায় নেয়ার প্রয়োজন নেই।”
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com