ভারতের হোটেল থেকে বাংলাদেশি আম্পায়ারের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক।।

ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল। তার বয়স হয়েছিল ৫২ বছর।

নাজিব বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার তিনি।

জানা গেছে, শনিবার (৭ ডিসেম্বর) গৌহাটিতে তার ম্যাচ পরিচালনার কথা ছিল। নির্ধারিত সময়ে কোর্টে না আসায় আয়োজকরা তার হোটেলে যান। ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় দরজা ভেঙে উদ্ধার করা হয় মরদেহ।

ধারণা করা হচ্ছে, তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ব্যাডমিন্টন ফেডারেশন তার মরদেহ দেশে আনার চেষ্টা করছে। আগামী ১৩ ডিসেম্বর থেকে ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে। নাজিবের সেখানে দায়িত্ব পালনের কথা ছিল।

সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।

আরো দেখুনঃ