সাতক্ষীরার কলারোয়ায় ভারতে পাচারকালে ১০টি স্বর্ণেরবারসহ মনিরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি।
পোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ব্যাটালিয়নের অপস অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে কলারোয়া থানাধীন ব্রজবাকসা বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে স্বর্ণসহ আটক করা হয়। আটক মনিরুল সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, আসামীকে স্বর্ণসহ কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
সাইফ/অননিউজ টুয়েন্টিফোর
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com