ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। শেষ খবর পওয়া পর্যন্ত মঙ্গলবার পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২১৫১ জন রোগী শনাক্তে হয়েছে দেশটিতে। এনিয়ে গত ৫ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজারের বেশি। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে প্রাণ গেছে ৭ জনের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংক্রমণের হার সবচেয়ে বেশি দিল্লি, কেরালা, গুজরাট এবং মহারাষ্ট্রে।
এ অবস্থায় রাজ্যগুলোতে নতুন করে স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র সরকার। পাশাপাশি সব সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ভাইরাস মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
আগামী ১০ ও ১১ এপ্রিল তারিখ দেশজুড়ে বিভিন্ন হাসপাতালের প্রস্তুতি খতিয়ে দেখতে একটি মহড়া পরিচালনারও ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফরহাদ/অননিউজ