ভারতে মন্দির ধসে আটজনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি হিন্দু মন্দিরের অভ্যন্তরীণ ঘোরানো সিঁড়ির কুপের আচ্ছাদন ধসে প্রায় ২৫ জন কূপে পড়ে যাওয়ার পর বৃহস্পতিবার অন্তত ৮ জন ভক্তের মৃতদেহ এবং এক ডজনের বেশী লোক উদ্ধার করা হয়েছে। পুলিশ এ কথা জানায়। খবর এএফপি’র।

পুলিশ জানায়, ইন্দোর নগরীতে অবস্থিত মন্দিরটির সিঁড়িযুক্ত কূপের মেঝে ধসে পড়লে ভক্তরা ওই কুপে ভেতরে ডুবে যায়। উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এ কথা উল্লেখ করে পুলিশ কর্মকর্তা মনীশ কাপুরিয়া এএফপিকে বলেন, ‘আমরা আটটি মৃতদেহ উদ্ধার করেছি ও প্রায় এক ডজন লোককে উদ্ধার করেছি।’

টেলিভিশন ফুটেজে জরুরী কর্মীরদেরকে দড়ি ও মই ব্যবহার করে কূপে আটকে পড়াদের কাছে পৌঁছতে দেখা গেছে। অন্যান্য ভিডিওতে ধসে পড়া মেঝেতে কূপের গুহামুখ ও স্টিলের রডগুলো দেখা যায় এবং পুলিশ সদস্যরা এলাকাটিকে দড়ি দিয়ে ঘিরে সিল করে দিয়েছে।

সূত্র:বাসস

ফরহাদ/অননিউজ

আরো দেখুনঃ