গৃহায়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য রাজশাহীস্থ গ্রীন বাংলাদেশ ডেভেলপারের চেয়ারম্যান ও নওগাঁ জেলা কল্যাণ সমিতির সভাপতি শওকত আকবর মহাত্না গান্ধী অ্যাওয়ার্ড-২০২৪ লাভ করেছেন। ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের কলকাতার যাদবপুর বিশ^বিদ্যালয়ের ড. ত্রিগুনা সেন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সার্ক কালচারাল ফোরামের উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন- কলকাতার পূরৌসভার মেয়র দেবাশিষ সরকার, ভারতের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শুভদিত্ত, এটিন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, এটিন বাংলার চিপস্ এ্যাডভাইজার তাসিক আহম্মেদ, বাংলাদেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিক শাহ আলম চুন্নু, সার্ক কালচারাল ফোরামের সভাপতি এ.টি.এম মমতাজুল করিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা, অভিনেত্রী, আইন বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
এফআর/অননিউজ