ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ
নড়াইল প্রতিনিধি ।।
ভারতের বিতর্কিত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ)-কে কটূক্তি ও বিজেপি বিধায়ক নিতীশ রানে কর্তৃক মুসলিমদের হুমকির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ঊষার আলো ফাউন্ডেশন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে পুরাতন বাস টার্মিনাল হয়ে হাসপাতালে মোড় ঘুরে পুনরায় বাস টার্মিনালে সমাবেশ করে বিক্ষোভকারীরা।
এসময় ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক তুহিন বিন আব্দুর রাজ্জাক, মাওলানা শামীম আহমাদ ও মাওলানা আইয়ুব আলী আনসারী। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আরিফ হাসান, হামিদুল হক তনু, হিরক, তামিম, আশিক, সংগঠনটির নেতা হাসানুল বান্না তনু, সাব্বির প্রমুখ।
সভাপতির বক্তব্যে মিনহাজুল ইসলাম বলেন, বাংলাদেশে আমরা হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত থেকে বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অথচ, ভারতেই সংখ্যালঘু কোনো জাতি নিরাপদভাবে বসবাস করতে পারেনা। এজন্য ভারতকে ক্ষমা চাইতে হবে৷ তিনি আরও বলেন, ভারতের মতো সাম্প্রতিকতা বাংলাদেশে সহ্য করা হবেনা। বাংলাদেশে কেউ মন্দিরে আঘাত করলে সেই হাত ভেঙে দেয়া হবে। অন্যদিকে কেউ যাতে আমাদের প্রাণপ্রিয় নবীজীকে নিয়ে কটূক্তি না করতে পারে এজন্য ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করতে হবে৷
সংগঠনের কার্যকরী সদস্য ও তরুণ সমাজসেবক তুহিন বিন আব্দুর রাজ্জাক বলেন, ভারতে আমাদের নবীকে নিয়ে যে ব্যক্তি কটূক্তি করেছে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে৷ শুধু গ্রেফতার করলেই হবেনা তার ফাঁসি নিশ্চিত করতে হবে৷