ভারতে মহানবী হযরত মুহাম্মদ সা.কে কটূক্তির প্রতিবাদে সোনাগাজীতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
জাবেদ হোসাইন মামুন, (ফেনী) প্রতিনিধি ।।
মহানবী হযরত মুহাম্মদ সা.কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌরশহরের জিরোপয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল তিনটায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হেফাজতে ইসলামীর নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে পৌরশহরের জিরোপয়েন্ট এলাকায় এসে জড়ো হন। হেফাজতে ইসলামের সভাপতি দারুল উলুম আল হোসাইনিয়া ওলামাবাজার মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস মাও. আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামির আমির মোহাম্মদ মোস্তফা, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও. এনামুল হক মূসা, উপজেলার জ্যেষ্ঠ সহসভাপতি মাও. ইব্রাহীম, নাসীরুদ্দিন, আবদুর রহমান, উপদেষ্টা নুরুল করিম, আহসান উল্যাহ, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, হাফেজ মো. হিজবুল্লাহ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত আগস্ট মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন দেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। মহানবী (সা.)-কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে হিন্দু-মুসলিম একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করলেও বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত উসকানি দেয়। তারা অপপ্রচার চালায়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। হিন্দুরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেন না। অথচ ভারতে সংখ্যালঘু মুসলমানেরা প্রতিনিয়ত নির্যাতিত হয়ে আসছেন। স্বাধীনভাবে তাঁরা ধর্ম পালন করতে পারেন না। মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে। সমাবেশে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মুনাজাত করেন শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিব ।