ভারি বস্তু স্থানান্তর করার ডেমো ইন্ডাষ্ট্রিয়াল রোবট উদ্ভাবন করেছে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের
সাইফুল ইসলাম সুমন,চাঁদপুর প্রতিনিধি ।।
মানুষের উপস্থিতি ছাড়াই কোন ভারি বস্তুকে স্থানান্তর করতে ডেমো ইন্ডাষ্ট্রিয়াল রোবট উদ্ভাবন করেছেন চাঁদপুর
পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ৬ শিক্ষার্থী। চাঁদপুরের কচুয়ায় অবস্থিত এ কলেজটির অধ্যক্ষ প্রকৌশলী
আনোয়ারুল কবির, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষক সৌরভ চৌধুরী ও ইলেকট্রনিক্স টেকনোলজির শিক্ষক তানভীর আহমেদ
ভূঁইয়ার তত্ববধায়নে এ ডেমো ইন্ডাষ্ট্রিয়াল রোবটটি প্রজেক্ট আকারে সম্প্রতি অনু্ধসিঢ়;ষ্ঠত কচুয়া উপজেলা প্রশাসন কর্তৃক
আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রদর্শন করা হয়।
ডেমো ইন্ডাষ্ট্রিয়াল রোবটের মাধ্যমে কোন ভারি বস্তু এক স্থান থেকে অন্যস্খানে স্বল্প সময়ে ও মানুষের উপস্থিতি ছাড়াই
স্থানান্তর করা যাবে। এটা অপারেট করার জন্য কোন মানুষের প্রয়োজন হবে না, সিষ্টেম যেভাবে সেটিং করা হবে রোবটটি
সে অনুযায়ী কাজ করবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে বোরটটি অটোমেটিকেললি বন্ধ হয়ে যাবে। আমরা বর্তমান আই.আর ফোর মানে ইন্ডাষ্ট্রিয়াল রেভুলোশন
ফোর এর যুগে চলে আসছি। ইন্ডাষ্ট্রিয়াল রেভুলোশন ফোর এর কাজ হল, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট তথা কৃত্তিম বুদ্ধিমত্তা, যা মানুষের মস্তিষ্কে যে কাজ রয়েছে সে কাজটি প্রযুক্তির মাধ্যমে
সম্পাদন করা। তেমনি ডেমো ইন্ডাষ্ট্রিয়াল রোবটটিও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে কার্য সম্পাদন করবে
সে প্রযুক্তিও অন্তর্ভুক্ত করা হবে।
তাদের এ উদ্ভাবনটি সফলতা পাবে বলে আশা করছেন,চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আনোয়ারুল কবির।