খাগড়াছড়ি প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালীর মাধ্যমে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন।
আজ মঙ্গলবার গণভবন থেকে মাননীয় প্রধান মন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকেল্পর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত আধাপাকা ঘর হস্তান্তর, খাগড়াছড়ি পৌরসভার কর্তৃক বাস্তবায়িত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আবাসন প্রকল্পের উদ্বোধন করেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, জেলা পরিষদ চেয়াম্যান মংসুইপ্র চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পরে খাগড়াছড়ি পৌর সভার কর্তৃক বাস্তবায়িত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আবাসন প্রকল্পের উদ্বোধন করা হয়। এছাড়াও খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড় স্থলবন্দরেরও উদ্বোধন করা হয়েছে।