ভাষা সৈনিক খলিলুর রহমান আর নেই, আজও স্বীকৃতি পেলেন না

জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া প্রতিনিধি ।।

কুষ্টিয়ার ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ভাষা সৈনিক খলিলুর রহমান খলিল তাঁর শহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….. রাজেউন)। শুক্রবার রাত বাদ এ’শা ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে তাঁর নামাজে জানাজা শেষে রাত ১০ টার দিকে ফারাকপুর গোরস্থানে দাফন সম্পন্ন হয়। ভাষা সৈনিক খলিলুর রহমান খলিল মৃত্যুর দিন পর্যন্ত তাকে ভাষা সৈনিক হিসাবে স্বীকৃতি না দেওয়ায় তার পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। মৃত্যুকালে তার বয়স ইয়েছিলো ৯৫ বছর।

ভাষা সৈনিক খলিলুর রহমান খলিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, পৌর প্যানেল মেয়র নাঈমুল হক, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ