সাম্যবাদী সমাজ নির্মাণে চির সংগ্রামী নেতা ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল এঁর ৮৬ তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে ডাঃ মফিজুল ইসলাম মান্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ডাঃ সৈয়দ মামুনুর রহমান, ডাঃ জামাল উদ্দিন মিন্টু, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী জুন্নুন, বিশিষ্ট আলোকচিত্রী পাভেল রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, জাসদ নেতা গৌতম রায়, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিকসহ অন্যরা।
আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল এঁর জীবন-দর্শন নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। এরপর জন্মদিনের কেক কাটা শেষে সামাজিক-সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।