শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান ও উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী।
বুধবার (২১ আগস্ট) দুপুরে কলেজের ভিন্ন ভিন্ন অফিসিয়াল প্যাডে সাক্ষর করে তারা পদত্যাগ করেন। এর আগে অধ্যক্ষ কলেজের শিক্ষক পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন।
দেখা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে কলেজে প্রবেশ করেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন। এ সময় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ কার্যালয়ে উপস্থিত ছিলেন। এসয়ম পদত্যাগের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ভিক্টোরিয়া কলেজের ক্যাম্পাস। শিক্ষক পরিষদ সম্পাদকসহ নেতৃবৃন্দ এসে শিক্ষার্থীরা নিবৃৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু তারা কোনভাবেই ক্ষান্ত না হয়ে যৌক্তিকভাবে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে বেলা ১টার দিকে শিক্ষক পরিষদ বিলুপ্ত করেন অধ্যক্ষ। পরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদত্যাগ করেন। সেই সাথে শিক্ষক পরিষদ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইউনুস মিঞা ও কোষাধ্যক্ষ বাধন দাস পদত্যাগ পত্রে সাক্ষর করে পদত্যাগ নিশ্চিত করেন।
শিক্ষার্থীরা জানান, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাবে ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। যেকারণে শিক্ষার্থীরা সরকার পতনের পর থেকে অধ্যক্ষের পদত্যাগ দাবি করে আসছিলেন। সবশেষ ২১ আগস্ট চূড়ান্তভাবে শিক্ষার্র্থীরা আন্দোলন শুরু করলে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদ পদত্যাগ করেন।