কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্মচারী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই কমিটি ঘোষণা হয়।
এতে ভিক্টোরিয়া কলেজর প্রধান সহকারী মোহাম্মদ মাজহারুল আলমকে সভাপতি এবং হিসাবরক্ষক মো: সাইফুদ্দিন সুমনকে সম্পাদক পদে রাখা হয়েছে।
১১ সদস্যের ওই কমিটিতে অন্যরা হলেন- সহসভাপতি পদে কলেজের বেসরকারি অফিস সহায়ক মোহাম্মদ মাজহারুল আলম, সহ-সভাপতি পদে বেসরকারি অফিস সহায়ক মোঃ আলাউদ্দিন, সহ-সম্পাদক পদে কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর ছিদ্দিক (সেলিম), কোষাধ্যক্ষ পদে মেকানিক-কাম-ইলেকট্রিশিয়ান মো. জুয়েল, ক্রীড়া সম্পাদক পদে অফিস সহায়ক মো: আব্দুল হান্নান, সমাজকল্যাণ সম্পাদক পদে বেসরকারি অফিস সহকারী মাহফুজুল ইসলাম লাকী, প্রচার সম্পাদক পদে অফিস সহায়ক মো: আমির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে বেসরকারি অফিস সহকারী মোসাম্মৎ শাহনাজ বেগম, কার্য নির্বাহী সদস্য পদে বেসরকারি অফিস সহকারী দুর্জয় চন্দ্র দাস ও গাড়ী চালক মোঃ মাহবুব আলম।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবু জাফর খানের অনুমতিক্রমে এই কমিটি করা হয়। বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির একটি ইউনিট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্মচারী কল্যাণ পরিষদ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন সকল সরকারি কলেজ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত কর্মচারীদের সংগঠন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ।
এফআর/অননিউজ